বিধাননগরে কারখানায় চা পাতা না নেওয়ায় সমস্যায় ক্ষুদ্র চাষীরা, চা পাতা ফেলে চললো বিক্ষোভ   

শিলিগুড়ি, ৩ এপ্রিলঃ চা পর্ষদের নির্দেশিকা নিয়ে উদ্বেগে উত্তরের চা শিল্প।বুধবার বিধাননগরে চা কারখানায় চা পাতা নিয়ে গেলে সেই পাতা ফিরিয়ে দিল কারখানা কর্তৃপক্ষ।এরপরই বিক্ষোভ দেখালেন ক্ষুদ্র চা চাষীরা।


সম্প্রতি চা পর্ষদের তরফে জানানো হয়েছে চা পাতায় রাসায়নিক পাওয়া গেলে কারখানার লাইসেন্স বাতিল করা হতে পারে।এই নির্দেশ আসতেই চিন্তায় পড়েছেন সকলে।বুধবার বিধাননগরের একটি কারখানায় চা পাতা নিয়ে যান ক্ষুদ্র চা চাষীরা।পর্ষদের নির্দেশিকা অনুযায়ী চা পাতায় কোন রাসায়নিক নেই তার সার্টিফিকেট চাওয়া হয় কারখানার তরফে।কোনরকম সার্টিফিকেট ছাড়া চা পাতা নিয়ে অস্বীকার করে কারখানা কর্তৃপক্ষ।পরবর্তীতে রাস্তার মধ্যে চা পাতা ফেলে বিক্ষোভ দেখান ক্ষুদ্র চা চাষীরা।

চা চাষীরা জানান, আমরা বিষয়টি জানি না।কেউ আমাদের জানায়নি।কিভাবে সার্টিফিকেট পাওয়া যাবে তারও কোন সদুত্তর নেই।বর্তমানে কি করবো এই নিয়ে চিন্তায় রয়েছি।


অন্যদিকে কারখানা কর্তৃপক্ষের তরফে জানা গিয়েছে, আমাদের কাছেও সম্প্রতি নির্দেশিকা এসেছে।এরফলে কারখানারও ক্ষতি হচ্ছে।

প্রসঙ্গত মঙ্গলবার এই চা সসস্যা নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন জিটিএ চিফ এক্সিকিউটিভ অনিত থাপা।বিষয়টি উপযুক্ত জায়গায় জানাবেন বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jojobetCasibom GirişJojobet GirişcasibomMeritking Girişholiganbet girişbaywingrandpashabet girişcasibom girişcasibom girişdeneme bonusuDeneme Bonusu Veren Sitelerdeneme bonusuCASİBOM GÜNCEL