চা পাতার বিলের আড়ালে কাঠ পাচারের ছক ভেস্তে দিল এসজিএসটি দপ্তর, গ্রেফতার ১

শিলিগুড়ি, ১৪ মার্চঃ চা পাতার বিলের আড়ালে লক্ষাধিক টাকার বার্মা টিক কাঠ পাচারের ছক ভেস্তে দিল এসজিএসটি দপ্তর।


জানা গিয়েছে, বুধবার ফুলবাড়ি ক্যানেল রোডের কাছে পানিকৌড়ি টোল প্লাজায় বিশেষ অভিযান চালায় এসজিএসটি দপ্তর।সেখানে একটি ইউপি নম্বরের কনটেনার দাঁড় করানো হয়।সেইসময় গাড়ির চালক এসজিএসটি আধিকারিকদের জানান কনটেনারে চা পাতা রয়েছে।সেই অনুযায়ী চা পাতার বিলও দেখায় ট্রাক চালক।তবে বিল দেখেই সন্দেহ হয় আধিকারিকদের।এরপরই কনটেনারটিকে মাটিগাড়ার পরিবহন নগরে এসজিএসটি কার্যালয়ে নিয়ে এসে তল্লাশি চালানো হয়। 

কনটেনার খুলতেই উদ্ধার হয় বহুমূল্যবান বার্মাটিক কাঠ।এরপরই খবর দেওয়া বনদপ্তরে।খবর পেয়ে বৈকন্ঠপুর ডিভিশনের সারুগাড়া রেঞ্জের বনকর্মী ও আধিকারিকরা পৌঁছায়।ঘটনার তদন্ত করে কাঠ পাচারের অভিযোগে গ্রেফতার করা হয় ট্রাকের চালককে।ধৃতের নাম রাহুল খান(৩০)।রাজস্থানের বাসিন্দা।


এসজিএসটি দপ্তর সূত্রে খবর, উদ্ধার হওয়া কাঠের বাজারমূল্য প্রায় ১২ লক্ষ টাকা।গোয়াহাটি থেকে মহারাষ্ট্রে কাঠ পাচারের ছক করা হয়েছিল।বৃহস্পতিবার ধৃতকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়েছে।গোটা ঘটনার তদন্তে বনদপ্তর।  

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jojobetCasibom GirişJojobet GirişcasibomMeritking Girişholiganbet girişbaywingrandpashabet girişcasibom girişcasibom girişdeneme bonusuCASİBOM GÜNCEL