দার্জিলিং, ২৪ জুলাইঃ চা শ্রমিকদের জন্য ‘প্রধানমন্ত্রী চা শ্রমিক প্রোৎসাহন যোজনা’ চালু করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে ধন্যবাদ জানালেন দার্জিলিং এর সাংসদ রাজু বিস্ত।পশ্চিমবঙ্গ এবং অসমের চা শ্রমিকদের জন্য বিশেষ করে মহিলা এবং তাদের শিশুদের কল্যাণের জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে।
জানা গিয়েছে, ২০২১-২২ অর্থবর্ষের বাজেটে এই প্রকল্পের ঘোষণা করা হয়।সেইসময় এই প্রকল্পের জন্য প্রায় ১ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল।এই প্রকল্প ২০২৪-২৫ এবং ২০২৫-২৬ অর্থবর্ষে বাস্তবায়িত হতে চলেছে।এই প্রকল্পের মাধ্যমে চা বাগান এলাকার পরিবারগুলির কল্যাণ, উন্নত শিক্ষা এবং শ্রমিকদের স্বাস্থ্য পরিষেবা দেওয়া হবে।
রাজু বিস্ত জানিয়েছেন, দার্জিলিং এর সাংসদ হিসেবে নির্বাচিত হওয়ার পর থেকে তিনি চা বাগান এবং সিঙ্কোনা বাগানের শ্রমিকদের কল্যাণে কাজ করছেন।চা শ্রমিকদের জমির অধিকার, ন্যায্য মজুরি এবং উন্নত পরিষেবা দেওয়ার লক্ষ্যে আগামীতে কাজ করবেন।