শিলিগুড়ি, ১২ এপ্রিলঃ চা শ্রমিকদের নূন্যতম মজুরি ২৩২ টাকার পরিবর্তে ২৫০ টাকা করা হল।বুধবার মজুরি বৃদ্ধির কথা জানালেন শ্রমমন্ত্রী মলয় ঘটক।
জানা গিয়েছে, এদিন শিলিগুড়ির স্টেট গেস্ট হাউসে চা শ্রমিকদের একাধিক দাবি দাওয়া নিয়ে ত্রিপাক্ষিক বৈঠক করেন শ্রমমন্ত্রী মলয় ঘটক।মূলত চা শ্রমিকদের বকেয়া টাকা সহ একাধিক বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়।
বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মলয় ঘটক বলেন,শ্রমিকদের মজুরি ২৩২ টাকার পরিবর্তে ২৫০ টাকা করা হল।চা শ্রমিক ইউনিয়নের যেসব দাবিদাওয়া রয়েছে তার ওপর ফের আলোচনা করা হবে।
অন্যদিকে এই বিষয়ে চা শ্রমিক ইউনিয়নের সদস্যরা বলেন, শ্রম মন্ত্রী যা সিদ্ধান্ত নিয়েছেন তাতে তারা সহমত নন।