আলিপুরদুয়ার, ৯ ডিসেম্বরঃ পঞ্চায়েত ভোটের পূর্বে চা বাগানের শ্রমিকদের মন জয় করতে কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছে তৃণমূল কংগ্রেস।
চা বাগানের শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ড, গ্যাচুইটি সমস্যা নিয়ে শুক্রবার থেকে আলিপুরদুয়ার জেলার সঙ্কোষ চা বাগান ও জলপাইগুড়ি জেলার এলেনবাড়ি থেকে পদযাত্রা শুরু করল তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়ন।
শুক্রবার সকালে আলিপুরদুয়ার জেলার সঙ্কোষ চা বাগান থেকে পদযাত্রা শুরু হয়।উপস্থিত ছিলেন মন্ত্রী বুলু চিকবড়াইক, তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি বীরেন্দ্র বারা, তৃণমূল জেলা সভাপতি প্রকাশ চিকবড়াইক সহ তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা।পাঁচদিন ব্যাপী ডুয়ার্সের বিভিন্ন এলাকায় হয়ে এই পদযাত্রা আগামী ১৩ ডিসেম্বর জলপাইগুড়িতে পৌছেবে এবং অইদিন প্রভিডেন্ট ফান্ডের কার্যালয় ঘেরাও করা হবে বলে জানা গিয়েছে।