শিলিগুড়ি, ১৩ জানুয়ারিঃ শিলিগুড়ি জংশনে অবস্থিত এসজেডি ভবনে আজ একটি আলোচনা সভার আয়োজন করা হল।এদিনের আলোচনা সভায় কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের প্রতিনিধিরা, চা বাগান শ্রমিক ইউনিয়ন ও চা বাগান কর্তৃপক্ষের সাথে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
এদিনের আলোচনা সভায় আলিপুরদুয়ারের সাংসদ জন বারলা, রাজ্যসভার সাংসদ দোলা সেন, আঞ্চলিক প্রফিডেন্ট ফান্ড কমিশনার জোন-২ হংশরাজ রায়, জলপাইগুড়ি পিএফ কমিশনার জোন-১ বি লালজামাং, পশ্চিমবঙ্গের পিএফ কমিশনার এস কে সামং, শ্রম এবং রোজগার মন্ত্রালয়ের মন্ত্রী দিলিপ ভট্টাচার্য সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
জানা গিয়েছে, এদিনের সভায় মুখ্যরুপে শ্রমিকদের সমস্যা যেমন পিএফ আরইএসআই সমস্যা নিয়ে আলোচনা করা হয়।আলোচনা সভায় শ্রমিকরা বলেন অফ লাইনের মাধ্যমে পিএফ সহ বিভিন্ন কাজ করা হলে তাদের সুবিধা হবে।
আলিপুরদুয়ারের সাংসদ জন বারলা বলেন, শ্রমিকদের পিএফ সম্পর্কিত বিভিন্ন সমস্যা জলপাইগুড়ি পিএফ কমিশনার জোন-১ বি লালজামাং, পশ্চিমবঙ্গের পিএফ কমিশনার এস কে সামংকে তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।