ফাঁসিদেওয়া, ১৯ এপ্রিলঃ চা শ্রমিকের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগর এলাকার বড়ালাইনে।মৃতের নাম মনোজ প্রসাদ।সৈয়দাবাদ চা বাগানের শ্রমিক ছিলেন।
জানা গিয়েছে, এদিন সকালে ঘরের দরজা খুলছিলেন না মনোজ প্রসাদ।এরপর দরজা ভেঙে ব্যক্তিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয়রা।এরপর খবর দেওয়া হয় পুলিশকে।
খবর পেয়ে বিধাননগর তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে।মৃতদহ ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়ে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
