রাজগঞ্জ, ১১ জুনঃ উচ্চমাধ্যমিকে ৪৭৪ নম্বর পেয়ে নজর কাড়ল রাজগঞ্জের চা শ্রমিকের ছেলে অনিশ। ফাটাপুকুর সারদামনি হাইস্কুলের ছাত্র সে।আগামীতে ভূগোল নিয়ে পড়াশোনা করতে চায় অনিশ।ইচ্ছে রয়েছে সরকারি চাকরি করার।
রাজগঞ্জ ব্লকের পানিকৌড়ি গ্রাম পঞ্চায়েতের ফাটাপুকুর সংলগ্ন স্কুলপাড়ার অলোক রায়ের ছেলে অনিশ রায়।অলোক বাবু বাড়ির কাছেই এক চা বাগানে শ্রমিকের কাজ করেন।সেই কাজ করে যা উপার্জন হয় তাই দিয়েই তাদের সংসার চলে।এই পরিস্থিতিতে ছেলের উচ্চশিক্ষা নিয়ে চিন্তায় পড়েছেন তিনি।
অনিশ জানায়, ভূগোল নিয়ে পড়ে আগামীতে প্রশাসনিক আধিকারিক হওয়ার ইচ্ছে রয়েছে।তবে পড়াশোনার ব্যাপারে যদি সরকারিভাবে আর্থিক সাহায্য মেলে, তবে সেই লক্ষ্যে এগোতে পারবো।
অনিশের মা শেফালী রায় জানান, স্বামী চা বাগানে শ্রমিকের কাজ করেন।সেই দিয়েই ৪ জনের সংসার কোনোভাবে চলে।ছেলের সাফল্যে খুশি হলেও আগামীতে কিভাবে পড়াশোনা এগোবে সেই নিয়ে চিন্তায় রয়েছি।তাই সাহায্যের আবেদন জানিয়েছে পরিবারটি।