জলপাইগুড়ি,২৩ মার্চঃ উত্তরবঙ্গের সমস্ত চা-বাগান বন্ধ রাখার দাবি তুলল জয়েন্ট ফোরাম। এই নিয়ে সোমবার জলপাইগুড়িতে একটি সাংবাদিক সম্মেলন করেন তারা।
চা-বাগান শ্রমিক সংগঠনগুলোর জয়েন্ট ফোরামের নেতা জিয়াউল আলম বলেন, কাজকর্ম বন্ধ থাকাকালীন সময়ে স্থায়ী ও অস্থায়ী সমস্ত শ্রমিকদেরই যাতে মজুরি দেওয়া হয় এই বিষয়টিও দেখা উচিত সরকারের। তিনি আরও জানান, উত্তরবঙ্গের বিভিন্ন চা-বাগান এলাকায় এই মুহূর্তে প্রায় পঁচিশ লক্ষ মানুষ বসবাস করছেন।
এজন্য চা-বাগান শ্রমিক সংগঠনগুলোর জয়েন্ট ফোরামের পক্ষ থেকে বিষয়টি নিয়ে ইতিমধ্যেই জলপাইগুড়ির জেলাশাসকের কাছে একটি লিখিত আবেদন জানানো হয়েছে।