শিলিগুড়ি,১১ মেঃ লকডাউন শুরু হতেই বন্ধ হয়ে গিয়েছিল চা বাগানগুলি।পরবর্তীতে কেন্দ্র সরকারের নির্দেশে ২৫ শতাংশ শ্রমিক নিয়ে চা বাগানে কাজ করার নির্দেশিকা জারি করা হয়।ফলে একদিকে যেমন শ্রমিকেরা সপ্তাহে একদিন বা দুদিন কাজ পাচ্ছিল, পাশাপাশি বাগানগুলো পরিচর্যার অভাবে নষ্ট হয়ে যাচ্ছিল।এ বিষয়ে বারবার রাজ্য সরকারের দ্বারস্থ হয়েছেন বিভিন্ন শ্রমিক সংগঠন।চা শ্রমিকদের সমস্যা সমাধানের আর্জি জানিয়ে রাজ্য সরকারের কাছে একটি লিখিত আবেদন করেন রাজ্যের পর্যটনমন্ত্রী গৌতম দেব।অবশেষে ৫০ শতাংশ শ্রমিক নিয়ে চা বাগানে কাজ করার অনুমোদন দিল রাজ্য সরকার।
সোমবার সাংবাদিক বৈঠক করে মন্ত্রী গৌতম দেব বলেন, বেশ কয়েকদিন ধরেই উত্তরবঙ্গের বিভিন্ন চা বাগানগুলি থেকে নানা সমস্যা উঠে আসছিল।গতকালই নবান্নে চিঠি দিয়েছিলাম।সোমবার সেই চিঠির উত্তর মিলেছে।চা বাগানগুলিতে এবার থেকে ৫০% শ্রমিক কাজ করতে পারবেন।