নকশালবাড়ি সাতভাইয়া চা বাগান এলাকায় সচেতনতা শিবিরের আয়োজন

শিলিগুড়ি,১২ জানুয়ারিঃ দার্জিলিং ডিস্ট্রিক্ট লিগ্যাল এইড ফোরাম ও জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের তরফে এবং কোভিড কেয়ার নেটওয়ার্কের সহযোগিতায় শিলিগুড়ি মহকুমার নকশালবাড়ি সাতভাইয়া চা বাগান এলাকায় নারী শিশু পাচার, শিশুদের উপর যৌন নিগ্রহ, বাল্য বিবাহ ও মানুষ বন্যপ্রাণ সংঘাত সংক্রান্ত বিষয়গুলি নিয়ে একটি সচেতনতা শিবিরের আয়োজন করা হয়।


মঙ্গলবার আয়োজিত এই শিবিরে নকশালবাড়ির বিডিও,বনদপ্তরের আধিকারিকেরা সহ বিভিন্ন মহলের মানুষ উপস্থিত ছিলেন।এই বিষয়গুলি নিয়ে স্থানীয়দের মানুষদের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করেন তারা এবং তাদের সচেতন করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *