জলপাইগুড়ি,৩১ জুলাইঃ জলপাইগুড়ি ডেঙ্গুয়াঝার চা বাগানের শ্রমিকদের মধ্যে ১০ হাজার চারা গাছ বিতরন করা হল।বনদপ্তরের তরফে চা বাগান কর্তৃপক্ষকে মোট ১০ হাজার চারা গাছ দেওয়া হয়েছে।আজ থেকে চা বাগানের শ্রমিকদের মধ্যে এই চারা গাছ বিতরন শুরু করলো বাগান কর্তৃপক্ষ।
জলপাইগুড়ি শহরের পাশেই অবস্থিত ডেঙ্গুয়াঝার চা বাগান।বাগানে স্থায়ী ও অস্থায়ী মিলে বাগানে শ্রমিকের সংখ্যা প্রায় ৩ হাজার।ইতিমধ্যেই রাজ্য বনদপ্তরের আবেদনে সাড়া দিয়ে চা বাগানের শ্রমিকদের মধ্যে বৃক্ষরোপণের জন্য বিভিন্ন ধরনের চারা গাছ বিতরন করা শুরু হয়েছে।মোট ১০ হাজার চারা গাছ বিলি করা হবে বলে জানিয়েছেন চা বাগানের ম্যানেজার।এই চারা গাছগুলির মধ্যে আম,লেবু,সহ বিভিন্ন ধরনের ফলের গাছ রয়েছে।