কালচিনি,২৪ জুনঃ কালচিনি ব্লকের মেচপাড়া চা বাগান থেকে চোরাই কাঠ উদ্ধার করল বনকর্মীরা।
শুক্রবার মেচপাড়া চা বাগানে সাইকেলে করে পাচারকারীরা কাঠ পাচার করছিল।বিষয়টি জানতেই সেখানে অভিযান চালায় বনকর্মীরা।উদ্ধার করা হয় চোরাই কাঠ।এদিকে বনকর্মীদের উপস্থিতি টের পেতেই সাইকেল ফেলেই পালিয়ে যায় পাচারকারীরা।উদ্ধার হওয়া কাঠগুলি রেঞ্জে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গিয়েছে।