চোপড়া,২৯ আগস্টঃ চোপড়া ব্লকের দাসপাড়া অঞ্চলের KC গছ গ্রামে চা বাগান থেকে উদ্ধার হল এক বিএসএফ জওয়ানের গুলিবিদ্ধ দেহ।শনিবার সকালে ঘটনা ঘিরে ব্যপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়।মৃত জওয়ানের নাম কেদারনাথ হাসদা(৪৫)।তাঁর বাড়ি মেদিনীপুর।মৃতদেহের পাশ থেকে মিলেছে তাঁর ব্যবহৃত বন্দুক,ওয়াকিটকি, টর্চ লাইট ও একটি গুলির খোল।ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ।
পুলিশ ও বিএসএফ সূত্রে জানা গিয়েছে, ভারত-বাংলাদেশ সীমান্ত দাসপাড়া KC গছ বিওপি-তে কর্মরত ছিলেন বিএসএফের ৯৪ নম্বর ব্যাটেলিয়নের ওই জওয়ান।শুক্রবার রাতে কোনও গোলাগুলির আওয়াজ শোনা না গেলেও শনিবার সকালে চা বাগানের মাঝে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পাওয়া যায় ওই জওয়ানকে।গুলি গলায় লেগে মাথা ফুঁড়ে বেরিয়ে গিয়েছে।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, মানসিক অবসাদ থেকে নিজেই গুলি চালিয়ে আত্মঘাতী হয়েছেন তিনি।তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত মৃত্যুর আসল কারণ বলা সম্ভব নয় বলে জানিয়েছেন তদন্তকারী পুলিশ আধিকারিকেরা।ইতিমধ্যেই বিএসএফের তরফে মৃত জওয়ানের পরিবারকে ঘটনার কথা জানানো হয়েছে।