জলপাইগুড়ি, ১ এপ্রিলঃ করোনা মোকাবিলায় আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি চা বাগান কর্তৃপক্ষের প্রতিনিধিদের নিয়ে বৈঠক করলেন জলপাইগুড়ি জেলার বিভাগীয় কমিশনার অজিত রঞ্জন বর্ধন।
এদিনের বৈঠকে জলপাইগুড়ি বিভাগীয় কমিশনার অজিত রঞ্জন বর্ধন, জলপাইগুড়ি জেলা শাসক অভিষেক তিওয়ারি, জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার অভিষেক মোদি ছাড়াও অন্যান্যরা উপস্থিত ছিলেন।
জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের শতাধিক চা বাগানের প্রচুর শ্রমিক ইতিমধ্যে ভিন রাজ্য থেকে ফিরেছে চা বাগান এলাকায়। চা বাগানের শ্রমিকদের কথা মাথায় রেখে রাজ্য সরকার চা বাগানের সমস্ত হাসপাতাল গুলিকে কোয়ারেন্টাইন সেন্টার করা হয়েছে।
কমিশনার অজিত রঞ্জন বর্ধন বলেন, আজ চা বাগান কর্তৃপক্ষদের সঙ্গে বৈঠক হল।চা বাগান গুলির কি কি সমস্যা রয়েছে তা নিয়ে আলোচনা হয়েছে। এছাড়াও চা বাগান কর্তৃপক্ষের একটি দাবি রয়েছে যে চা গাছের বড় পাতা গুলি কাটার জন্য। এই দাবি আমরা রাজ্য সরকারের কাছে পাঠিয়ে দিচ্ছি সরকার অনুমতি দিয়ে বাগান কর্তৃপক্ষ কাজ করতে পারবে।