জলপাইগুড়ি, ১১ জানুয়ারিঃ জলের পাইপ লাইনের কাজ করতে গিয়ে বাড়ির ছাদ থেকে পড়ে গিয়ে মৃত্যু হল এক যুবকের।ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি রায়কতপাড়া এলাকায়।মৃতের নাম সুশান্ত মৌলিক(২৯)।মর্মান্তিক মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।
জানা গিয়েছে, জলপাইগুড়ির রায়কতপাড়ায় উত্তম ভট্টাচার্যের বাড়িতে বেশকিছুদিন ধরে জলের পাইপ লাইনের কাজ করছিল সুশান্ত।রবিবার বিকেলে বাড়ির নীচে পরে থাকতে দেখা যায় সুশান্তকে।বাড়ির মালিক উত্তম ভট্টাচার্য সুশান্তকে উদ্ধার করে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করে।
আজ জলপাইগুড়ি সদর হাসপাতালে মৃতদেহ ময়নাতদন্ত করা হয়।মৃতের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন বাড়ির মালিক উত্তম ভট্টাচার্য ও সিটু নেতা কৃষ্ণ সেন।