শিলিগুড়ি, ১ অক্টোম্বরঃ চা বাগানের শ্রমিকদের সমস্যা নিয়ে শিলিগুড়ির দাগাপুরে বিজেপির তরফে চা শ্রমিক সমাবেশ আয়োজিত হল।এদিনের সমাবেশে যোগ দেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি সহ বিজেপির একাধিক নেতৃত্বরা।চা শ্রমিক সমাবেশে তৃণমূল কংগ্রেস ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে কড়া ভাষায় আক্রমণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি।
সমাবেশে চা শ্রমিকদের কর্মযোগী বলে সম্বোধন করেন তিনি।এদিন স্মৃতি ইরানি বলেন, বাংলার সরকার উত্তরবঙ্গের চা শ্রমিকদের সঙ্গে প্রতারণা করেছে।নির্বাচনের সময় চা বাগানের শ্রমিকদের অনেক আশ্বাস দেওয়া হয়েছিল।নির্বাচন শেষ হতেই সব ভুলে গিয়েছে।তৃণমূল কংগ্রেস সরকার কর্মযোগীদের জমি কেড়ে নিয়ে সেখানে বিল্ডিং এবং হোটেল করেছে।
এদিন সমাবেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তথা কেন্দ্র সরকার পশ্চিমবঙ্গের জন্য যে উন্নয়নমূলক কাজ করেছে সেইসব কাজের বিষয়ে শ্রমিকদের জানান।
অন্যদিকে দিল্লিতে তৃণমূল কংগ্রেসের ধর্না কর্মসূচি নিয়ে স্মৃতি ইরানি বলেন, যখন বাংলায় চা শ্রমিকদের ওপর অত্যাচার, মহিলাদের ওপর ধর্ষনের ঘটনা ঘটেছিল সেইসময় দিল্লিতে ধর্না বিক্ষোভ করেননি কেন তারা।এই বিক্ষোভ ১০০ দিনের কাজের জন্য নয়, তৃণমূলের নেতাদের ফান্ডের জন্য করা হচ্ছে বলে জানান তিনি।