‘চেয়ারম্যান সাহেব দেখুন’ কর্মসুচী শুরু করতে চলেছে ভারতীয় জনতা পার্টি 

শিলিগুড়ি, ১৬ ডিসেম্বরঃ শিলিগুড়িবাসীর বিভিন্ন সমস্যা পুরনিগমের প্রশাসকমন্ডলীর চেয়ারম্যানের কাছে তুলে ধরতে ‘চেয়ারম্যান সাহেব দেখুন’ কর্মসুচী শুরু করতে চলেছে ভারতীয় জনতা পার্টি। আজ সাংবাদিক বৈঠক করে বিষয়টি জানান শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ, উপস্থিত ছিলেন ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়ক শিখা চ্যাটার্জী সহ অন্যান্য নেতা কর্মীরা।
প্রতি মাসে দুটি শুক্রবারে তারা এই কর্মসূচী শুরু করতে চলেছেন। জানুয়ারি মাস থেকেই একটি হোয়্যাটসঅ্যাপ নম্বর চালু করতে চলেছেন তারা, সেখানেই শহরবাসী তাদের বিভিন্ন সমস্যার কথা জানাতে পারবেন।
প্রসঙ্গত কিছুদিন আগেই ‘টক টু চেয়ারম্যান’ পরিষেবা চালু করে শিলিগুড়ি পুরনিগম। এদিন শঙ্কর ঘোষ বলেন, ‘টক টু চেয়ারম্যান’ কর্মসূচীকে তিনি স্বাগত জানান, পুরনিগমের এই উদ্যোগকে আরও সহজ করে তুলতেই তাদের এই ‘চেয়ারম্যান সাহেব দেখুন’ কর্মসূচী।
শিলিগুড়িবাসী তাদের সমস্যা জানিয়ে একটি ভিডিও তৈরি করে তাদের হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠাবে। এরপর সেই ভিডিও পৌঁছে দেওয়া হবে শিলিগুড়ি পুরনিগমের প্রশাসকমন্ডলীর চেয়ারম্যান গৌতম দেবকে। প্রথম পর্যায়ে প্রতি মাসে দুদিন এই কর্মসূচী চলবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jojobetCasibom GirişJojobet GirişcasibomMeritking Girişholiganbet girişbaywingrandpashabet girişcasibom girişcasibom girişdeneme bonusuCASİBOM GÜNCELcasibom