তৃণমূলের জলপাইগুড়ি জেলার চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন বিধায়ক খগেশ্বর রায়

রাজগঞ্জ, ২৪ জুলাইঃ তৃণমূলের জলপাইগুড়ি জেলার চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়।দায়িত্ব পাওয়ার পরই তার প্রথম লক্ষ্য গোষ্ঠীদ্বন্দ্ব মিটিয়ে দলের সাংগঠনিক শক্তি মজবুত করা। শুক্রবার দলীয় কর্মী-সমর্থকদের এই বার্তাই দিলেন তিনি।


বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের বিভিন্ন জেলা কমিটির রদবদল করে দায়িত্ব বন্টন করেন।জলপাইগুড়ি জেলার চেয়ারম্যান করা হয়েছে রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়কে।শুক্রবার নতুন চেয়ারম্যানকে সংবর্ধনা জানানো হয়। 

এদিন সংবর্ধনা অনুষ্ঠানে চেয়ারম্যান বলেন, তার প্রথম কাজ দলীয় গোষ্ঠী কোন্দল মিটিয়ে কাঁধে কাঁধ – হাতে হাত মিলিয়ে আগামী বিধানসভা নির্বাচনের জন্য তৈরি হওয়া। তিনি আরও বলেন, নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি বা মতপার্থক্য থাকতেই পারে। সব ভুলে গিয়ে সবাই সংঘবদ্ধভাবে লড়াই করে আগামী বিধানসভা নির্বাচনে দলকে জয়ী করানোই তাদের প্রধান লক্ষ্য।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jojobetCasibom GirişJojobet GirişcasibomMeritking Girişholiganbet girişcasibom girişdeneme bonusugrandpashabet girişbahsegel girişcasibomcasibombaywin girişmatadorbet girişMARSBAHİSMARSBAHİS GÜNCEL GİRİŞ