শিলিগুড়ি, ৯ অক্টোবরঃ চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে একজনকে গ্রেফতার করল মাটিগাড়া থানার উত্তরবঙ্গ মেডিক্যাল ফাঁড়ির পুলিশ।গ্রেফতার অভিযুক্তের নাম সৌরভ চক্রবর্তী।শিলিগুড়ির দেশবন্ধু পাড়ার বাসিন্দা।
জানা গিয়েছে, অভিযুক্ত সৌরভ চক্রবর্তী বেকার যুবক যুবতীদের সরকারি ও বেসরকারি চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারিত করছিল।দীর্ঘদিন ধরে প্রতারনা করে আসছিল সে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত শুক্রবার উত্তরবঙ্গ মেডিক্যাল ফাঁড়িতে সৌরভ চক্রবর্তীর নামে প্রতারণার অভিযোগ দায়ের করে দেবজ্যোতি রায়।বিদ্যুৎ দপ্তরে কাজ করতে লাইসেন্স তৈরি করে দেওয়ার নামে সৌরভ চক্রবর্তী তার কাছ থেকে সাড়ে ৭ লক্ষ টাকা প্রতারণা করে।এই অভিযোগের ভিত্তিতে মেডিক্যাল ফাঁড়ির পুলিশ আজ অভিযুক্তকে গ্রেফতার করে।অভিযুক্তের বিরুদ্ধে ৪০৬, ৪১৯,৪৬৫,৪৬৭,৪৭১,৪২০,১২০ বি ধারায় মামলা দায়ের করে শিলিগুড়ি আদালতে পেশ করা হলে অভিযুক্তকে ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত।