রাজগঞ্জ, ১১ জানুয়ারিঃ চাকরি দেওয়ার নামে কয়েক লক্ষ টাকা প্রতারনার অভিযোগে শিক্ষককে গ্রেফতারের পর তাকে আদালতে পেশ করা হলে ৬ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিল আদালত।অভিযুক্ত শিক্ষক সন্তোষ বর্মনকে গতকাল জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হয়।বিচারক ধৃত শিক্ষককে ৬ দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দিয়েছেন।
প্রসঙ্গত, কোচবিহার জেলার মাথাভাঙ্গা এলাকার বাসিন্দা বাপ্পা মালাকারকে চাকরি দেওয়ার নাম করে ১৭ লক্ষ টাকা নেয় শিক্ষক সন্তোষ বর্মন।অভিযোগ, ওই স্কুল শিক্ষক আরও কয়েকজন শিক্ষিত বেকারকে স্কুলে চাকরি দেওয়ার টোপ দিয়ে ১৭ লক্ষ টাকা করে নিয়েছেন।এরপর কোনো চাকরি পাননি তারা।এরপর টাকা ফেরত চাইলে কোন টাকা দেবেন বলে জানিয়ে দেন।এরপরই অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে আমবাড়ি ফাঁড়িতে লিখিত অভিযোগ করেন বাপ্পা মালাকার।অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে সোমবার শিক্ষক সন্তোষ বর্মনকে গ্রেফতার করে পুলিশ।ধৃতকে মঙ্গলবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।
এই বিষয়ে সরকারি পক্ষের আইনজীবী মৃন্ময় বন্দ্যোপাধ্যায় বলেন, সন্তোষ বর্মন নামে এক শিক্ষক চাকরি দেওয়ার নাম করে বাপ্পা মালাকার নামে এক যুবকের কাছ থেকে ১৭ লক্ষ টাকা নিয়েছে বলে অভিযোগ করেছেন।অভিযুক্ত শিক্ষককে পুলিশের তরফে আদালতে পাঠানো হলে তাকে ৬ দিনের পুলিশ রিমান্ড দিয়েছে আদালত।