শিলিগুড়ি, ২ মার্চঃ সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ।ঘটনায় ২ জনকে গ্রেফতার করল সুকনা আর্মি ইনটেলিজেন্স বিভাগ।গ্রেফতার অভিযুক্তদের নাম প্রভাত গুরুং এবং মহম্মদ ফারুখ।দুজনই দার্জিলিং এর বাসিন্দা।
সেনাবাহিনী সূত্রে জানা গিয়েছে, এই দুই অভিযুক্ত দীর্ঘদিন ধরে যুবকদের সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নাম করে কয়েক লক্ষ টাকা আত্মসাৎ করে।বিষয়টি জানতে পেরেই সুকনা আর্মি ইনটেলিজেন্স বিভাগ ঘটনার তদন্ত শুরু করে।এরপরই ইনটেলিজেন্স বিভাগের কাছে খবর আসে যে গত ২৭ ফেব্রুয়ারি ওই দুই অভিযুক্ত সুকনা আর্মি ক্যাম্পে পৌছবে।তারপর আর্মি ক্যাম্পে প্রবেশ করতেই দুজনকে গ্রেফতার করা হয়।জিজ্ঞাসাবাদের পর দুই অভিযুক্ত স্বীকার করে যে চাকরি দেওয়ার নামে প্রচুর যুবকের কাছ থেকে টাকা নেয় তারা।
দুজনের হেফাজত থেকে উদ্ধার হয় মোবাইল ফোন, এটিএম কার্ড, ক্রেডিট কার্ড, বেশকয়েকজন আর্মির জাল সার্টিফিকেট।এই ঘটনায় কারা কারা জড়িত রয়েছে তার তদন্ত শুরু করেছে সুকনা আর্মি ইনটেলিজেন্স বিভাগ।ধৃত দুজনই সুকনা পুলিশের হেফাজতে রয়েছে।