শিলিগুড়ি, ২৫ ফেব্রুয়ারিঃ রাজ্যের সমস্ত সরকারী খাদ্য দপ্তরে নিরাপত্তা রক্ষীর দায়িত্বে থাকবে প্রাক্তন সেনা কর্মীরা এমনটাই নির্দেশিকা জারি হয়েছে সরকারী তরফে।এর জেরে কর্মহীন হয়ে পড়ল ৬৮০ জন কর্মী।
এনজেপি খাদ্য দপ্তর অফিসে ৫৩ জন অস্থায়ী নিরাপত্তা কর্মী কাজ হারিয়েছেন।সরকারের এই সিদ্ধান্তে হতবাক তারা।দীর্ঘ ১০ বছরের চাকরি চলে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন কর্মীরা।
কর্মীরা জানান, দীর্ঘ ১০ বছর ধরে কাজ করে চলছেন।তবে হঠাৎ করে তাদের কাজ থেকে সরিয়ে দিয়ে প্রাক্তন সেনা কর্মীদের নিয়োগ কোনভাবেই মেনে নিতে পারছি না।পুনরায় অবিলম্বে কাজে বহালের দাবি জানান তারা।
