শিলিগুড়ি,৩০ সেপ্টেম্বরঃ চাকরির দাবিতে এবং অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে শিলিগুড়িতে পথ অবরোধ ছাত্র পরিষদের।
বৃহস্পতিবার কংগ্রেসের দলীয় কার্যালয় থেকে ছাত্র পরিষদের পতাকা ও ফেস্টুন নিয়ে বিক্ষোভ মিছিলে সামিল হয় সংগঠনের সদস্যরা।মিছিলটি হিলকার্ড রোড হয়ে ফের হাসমিচকে গিয়ে সেখানে রাস্তার ওপরে বসে চাকরির দাবিতে এবং শীঘ্রই শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে বিক্ষোভ দেখান ছাত্র পরিষদের নেতা ও কর্মীরা।
এদিকে ছাত্র পরিষদের এই কর্মসূচির জেরে হাসমিচকে যানজটের সৃষ্টি হয়।পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছে আন্দোলনকারীদের রাস্তা থেকে ওঠাতে গেলে পুলিশ এবং আন্দোলনকারীদের মধ্যে ধস্তাধস্তি বাধে।যদিও পরে পুলিশ আন্দোলনকারীদের রাস্তা থেকে সরিয়ে দিতে সক্ষম হয়।