শিলিগুড়ি, ১৭ আগস্টঃ রেলে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ উঠল মালদার মির্জাপুরের বাসিন্দা কমল দাসের বিরুদ্ধে।ঘটনায় অভিযুক্ত কমল দাসকে গ্রেফতার করেছে এনজেপি থানার পুলিশ।
জানা গিয়েছে, মালদায় কয়েক লক্ষ টাকা প্রতারণা করার পর অভিযুক্ত শিলিগুড়িতে গা ঢাকা দিয়েছিল।অবশেষে এক প্রতারিত যুবকের নজরে পড়ে যায়।এরপরই প্রতারিত ওই যুবক এই বিষয়ে এনজেপি থানায় লিখিত অভিযোগ দায়ের করে।যুবকের অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে রবিবার কমল দাসকে গ্রেফতার করে এনজেপি থানার পুলিশ।
পুলিশ সূত্রে খবর, মালদায় কমল দাসের বিরুদ্ধে রেলে চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।কমল দাসকে জিজ্ঞাসাবাদ করে কলকাতার আরেকজনের নাম জানতে পারে পুলিশ।বেকার যুবকদের রেলে চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা কলকাতার এক ব্যক্তিকে পাঠিয়ে কমিশন পেতেন কমল দাস।
অভিযুক্তকে আজ জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।