কোচবিহার,৩ ফেব্রুয়ারিঃ চাকরির দাবিতে কোচবিহার জেলা সদর দপ্তরের সামনে বিক্ষোভ প্রাক্তন কেএলও সদস্য এবং কেএলও লিংক ম্যানদের।এদিন একটি মিছিল করে গিয়ে জেলাশাসকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখায় তারা।চাকরির দাবিতে জেলাশাসকের মাধ্যমে মুখ্যমন্ত্রীকে স্মারকলিপি পাঠান তারা।
প্রাক্তন কেএলও সদস্য এবং কেএলও লিংক ম্যানরা জানান, মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তাদের চাকরি দেওয়া হবে।কিন্তু যারা এইকাজে জড়িত ছিল না তাদের চাকরি দেওয়া হলেও যাদের নামে এই তকমা রয়েছে তারা বঞ্চিত হচ্ছেন। তাই সঠিক বিচার করে চাকরির দাবিতে তাদের এই স্মারকলিপি। দ্রুত সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলনে নামবেন তারা।