চাকরি দেওয়ার নামে প্রতারণা, গ্রেফতার ৩

শিলিগুড়ি, ২৫ জুলাইঃ চাকরি দেওয়ার নামে প্রতারণা, ঘটনার লিখিত অভিযোগ দায়ের করার পর ৩ অভিযুক্তকে গ্রেফতার করল শিলিগুড়ি থানার পুলিশ।গ্রেফতার অভিযুক্তদের নাম দীপু কুমার সিং(২৭)চম্পাসারির নেতাজি নগরের বাসিন্দা, মহম্মদ ফারুক(২৮) চম্পাসারির বাসিন্দা এবং অভিষেক বিশ্বাস(২১) হায়দারপাড়ার বাসিন্দা।


পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ৩ জন হাকিমপাড়ার চিলড্রেন পার্কে কাছে ‘জয় মাতা দি সর্ণ জ্যোতি কনসালটেন্সি’র নামে যুবক যুবতীদের বিভিন্ন কোম্পানিতে চাকরি দেওয়ার কথা বলে টাকা নিত এই অভিযোগ আসে।এরপরই ঘটনার তদন্ত করে ৩ জনকে গ্রেফতার করা হয়।গ্রেফতার ৩ জনের বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করে আজ তাদের শিলিগুড়ি আদালতে পাঠানো হয়েছে।     

 


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *