রাজগঞ্জ, ২৩ মার্চঃ করোনার জেরে স্কুল বন্ধ থাকলেও মিড ডে মিল থেকে যেন বঞ্চিত না হয় পড়ুয়ারা, সেই উদ্দেশ্যে ২ কেজি চাল এবং ২ কেজি আলু তুলে দেওয়া হচ্ছে অভিভাবকদের হাতে।অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের এই সামগ্রী দেওয়া হচ্ছে।সোমবারই স্কুল থেকে অভিভাবকদের হাতে চাল ও আলু তুলে দেওয়ার নির্দেশ রয়েছে।
জুনিয়ার এবং হাইস্কুল গুলিতে সকাল ১১ টা থেকে পঞ্চম ও ষষ্ঠ শ্রেণির এবং বেলা ২টা থেকে সপ্তম ও অষ্টম শ্রেণীর মিড ডে মিলের সামগ্রী দেওয়া শুরু হয়েছে।তবে পড়ুয়ারা নিজে এই সামগ্রী নিতে আসতে পারবে না।যদিও বিভিন্ন স্কুলে কিছু ছাত্রছাত্রীকে দেখা যায়।এক্ষেত্রে স্কুল কর্তৃপক্ষের দাবি, বারবার নিষেধ করা সত্ত্বেও কিছু পড়ুয়া ওই সামগ্রী নিতে এসেছে।তাই তাদেরকে ফিরিয়ে না দিয়ে সতর্কতার সহিত চাল ও আলু হাতে তুলে দেওয়া হয়।