শিলিগুড়ি, ৭ ফেব্রুয়ারিঃ বিবাহবার্ষিকী উদযাপন করে বাড়ি ফেরার পথে ট্রেন থেকে পড়ে মৃত্যু এক ব্যক্তির। মৃতের নাম মুকেশ রায়।শিলিগুড়ির বাসিন্দা।
জানা গিয়েছে, বৃহস্পতিবার মুকেশ রায় তার স্ত্রী ও পরিবারের সদস্যদের সঙ্গে সেবকে গিয়েছিলেন।সেখানে কালীবাড়িতে পুজো দিয়ে ট্রেনে করে বাড়িতে ফিরছিলেন তারা।ট্রেনের গেটে দাঁড়িয়েছিলেন মুকেশ রায়।রাজীবনগর রেলওয়ে কোয়ার্টারের কাছে চলন্ত ট্রেন থেকে পড়ে যান।ঘটনাস্থলেই মৃত্যু হয় ব্যক্তির। খবর পেয়ে জংশন টাউন জিআরপি টিম ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে।
জংশন টাউন জিআরপি সূত্রে জানা গিয়েছে, যাত্রীর গাফিলতির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।প্রায়শই যাত্রীদের চলন্ত ট্রেনের গেটের কাছে দাঁড়াতে না বলা হয়।তা সত্ত্বেও যাত্রীরা নির্দেশ উপেক্ষা করে এবং দুর্ঘটনার শিকার হয়।আজ মৃতদেহ ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।গোটা ঘটনার তদন্তে জংশন টাউন জিআরপি।