জলপাইগুড়ি,২৫ জানুয়ারিঃ সরকারি ধান নিয়ে চাল ফেরত না দেওয়ার অভিযোগে জলপাইগুড়ির তিনটি চালের মিল সিল করে দেওয়ার নির্দেশ দিলেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। প্রয়োজনে চালকল মালিককে গ্রেফতার করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মন্ত্রী।
শনিবার জলপাইগুড়ি জেলাশাসকের দপ্তরের এক উচ্চ পর্যায়ের বৈঠক করেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। সেখানে উপস্থিত ছিলেন খাদ্য দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি অজয় আগরওয়াল, জেলাশাসক অভিষেক তিওয়ারি সহ জেলার সমস্ত বিডিও ও পুলিশ সুপারের প্রতিনিধিরা।
খাদ্যমন্ত্রী অভিযোগ করেন বলেন, জলপাইগুড়ি জেলার তিনটি চালকলের বিরুদ্ধে চাল নিয়ে প্রতারনা করার অভিযোগ দায়ের করা হয়েছে। তারমধ্যে ময়নাগুড়ির একটি চালকলে যা চাল আছে তা নিয়ে চালকল সিল করে দেবার নির্দেশ দেওয়া হয়েছে জেলাশাসককে। অন্যদিকে জেলার আরও দুটি চালকলের মালিক রাজ্য সরকারের কাছ থেকে ধান নিয়ে চাল দিচ্ছে না।তাদের বিরুদ্ধেও কড়া পদক্ষেপ নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে তাদের সম্পত্তি ক্রোক করা হবে বলে জানান মন্ত্রী।