রাজগঞ্জ, ৩ ফেব্রুয়ারিঃ হাতিতে খেয়ে গেল আধার কার্ড ও ব্যাংকের পাসবই।রাজগঞ্জের শিমুলগুড়ি গ্রামের ঘটনা।
জানা গিয়েছে, গতকাল রাতে রাজগঞ্জের শিমুলগুড়ি গ্রামের ফিরা ওরাওয়ের বাড়িতে একটি হাতি হামলা চালায়।বাড়ি ভাঙচুর করার পাশাপাশি একটি পাত্রে রাখা প্রায় ১৫ কেজি চাল খেয়ে ফেলে।ওই চালের পাত্রে রাখা ছিল আধার কার্ড এবং ব্যাংকের পাস বই।খালি পাত্রটি পাওয়া গেলেও আধার কার্ড এবং ব্যাংকের পাস বই পাওয়া যায়নি।হাতিটি চালের সঙ্গে আধার কার্ড এবং ব্যাংকের পাস বই খেয়ে ফেলেছে বলে পরিবারের অনুমান।
সোমবার বেলাকোবার রেঞ্জ অফিসার সঞ্জয় দত্ত ওই পরিবারটিকে চাল এবং ঘর মেরামতের জন্য সাহায্য করেন।এছাড়াও এলাকায় পাহারার ব্যবস্থা করা হবে বলে জানা গিয়েছে।