রাজগঞ্জ, ২৭ মার্চঃ ভিনরাজ্য থেকে কাজ করতে এসে রাজগঞ্জে আটকে পড়েছেন বিহার ও উত্তর প্রদেশ থেকে আসা ১৭ জন শ্রমিক । ওই শ্রমিকরা আশ্রয় নিয়েছেন বন্ধুনগরের একটি পরিত্যক্ত ঘরে । বাড়ি ফিরতে না পারায় বিপাকে পড়েছেন শ্রমিকরা।
শ্রমিক দলের বৈজু যাদব বলেন, গত জানুয়ারি মাসে তারা রাজগঞ্জে এসেছেন । তাদের সঙ্গে বিহারের ১৩ জন ও উত্তর প্রদেশের ৪ জন রয়েছে । প্রত্যেকে খাটিয়া তৈরি করে গ্রামে গ্রামে ফেরি করে বিক্রি করেন । করোনার জন্য গত ২২ মার্চ জনতা কার্ফু হওয়ায় তার পরের দিন বাড়ি চলে যেতে চাইছিলেন । কিন্তু পরের দিন লকডাউন শুরু হওয়ায় তারা আটকে পড়েন । অনেকগুলি খাটিয়া অবিক্রিত রয়ে গিয়েছে ।
পকেটে যে কিছু টাকা ছিল তা এই কয়েক দিনে খরচ হয়ে গিয়েছে। তাই একদিকে খাদ্যের অভাব দেখা দিয়েছে এবং অন্যদিকে বাড়ি যেতে পারছেন না । পরিবারের সদস্যরাও চিন্তায় করছে । বিষয়টি জানার পর বৃহস্পতিবার রাতে আমবাড়ি ফাঁড়ির পুলিশ তাদের হাতে ২৫ কেজি চাল ও ১০ কেজি আটা তুলে দেয়। শুক্রবার রাজগঞ্জের বিডিও তাদের সঙ্গে দেখা করেন।শ্রমিকেরা চাইছেন,এখানকার প্রশাসন আমাদেরকে বাড়ি যাওয়ার ব্যবস্থা করে দিক।
বিডিও এন সি শেরপা বলেন, ওই শ্রমিকদের রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে পাঠিয়ে স্বাস্থ্য পরীক্ষা করানো হয়েছে । এখন লকডাউন থাকায় তাদেরকে বাড়ি পাঠানো যাচ্ছে না । বন্ধুনগরের ওই স্থানেই আপাতত তারা থাকবে । লকডাউন জারি থাকা পর্যন্ত আমবাড়ি পুলিশ ফাঁড়ি এবং বিডিও অফিসের পক্ষ থেকে ওই শ্রমিকদের খাদ্য সামগ্রী দেওয়া হবে ।