শিলিগুড়ি,২০ মার্চঃ ওজনে গড়মিল।কর্তৃপক্ষের চোখে ধুলো দিয়ে ২৫ লক্ষ টাকার ধান সরিয়ে ফেলার অভিযোগ উঠল শিলিগুড়ি মহকুমার অন্তর্গত বিধাননগরের একটি চাল মিলের নিরাপত্তা কর্মী এবং ট্রাক চালকদের বিরুদ্ধে।ঘটনায় ইতিমধ্যেই মিলের দুজন নিরাপত্তা কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
অভিযোগ, বিধাননগরের এম জে গ্রেন প্রোডাক্ট প্রাইভেট লিমিটেড নামে একটি চাল মিলে দীর্ঘদিন ধরেই এই নয়ছয় করে আসছিল ওই মিলের বেশ কয়েকজন নিরাপত্তা কর্মী এবং ট্রাক চালকেরা।ওই কোম্পানির ম্যানেজার জানান,বাইরে থেকে আসা চাল বোঝাই ট্রাকগুলি থেকে ধান সরিয়ে নিত অভিযুক্তরা।প্রায়ই অভিযুক্ত ট্রাক চালকেরা চালের মিলে ট্রাক আসার আগেই চালের বস্তা বাইরে বিক্রি করে দিত।এদিকে মিলের নিরাপত্তা কর্মীরা ভুল ওজন লিখে নিজেদের কমিশন আদায় করত ট্রাক চালকদের থেকে।
অন্যদিকে বিষয়টি নজরে পড়তেই নড়েচড়ে বসে মিল কর্তৃপক্ষ।এরপর স্থানীয় থানায় অভিযোগ দায়ের করে কর্তৃপক্ষ।তদন্তে নেমে পেন্থর সিকিউরিটি এজেন্সির তরফে নিযুক্ত করা মিলের দুজন নিরাপত্তা কর্মীকে গ্রেফতার করে পুলিশ।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
প্রসঙ্গত, প্রায় তিন মাস আগে এই কোম্পানির চাল বোঝাই একটি ট্রাক মাঝ রাস্তা থেকে নিখোঁজ হয়ে গিয়েছিল।