কোচবিহার, ২৬ ডিসেম্বরঃ বিগত ১০ বছর ধরে বন্ধ শিলিগুড়ি-রাঁচি বাস পরিষেবা ফের চালু করতে চলছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা।এছাড়াও নতুন বছরে নতুন বাস পরিষেবা উপহার দেওয়া হবে সাধারণ মানুষকে।মঙ্গলবার উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার প্রধান অফিসে সাংবাদিক সম্মেলন করে বিষয়টি জানালেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতীম রায়।
এদিন পার্থপ্রতিম রায় জানান, রেজিস্ট্রেশন ও কাগজপত্রের জটিলতার কারণে বিগত ১০ বছর ধরে বন্ধ থাকা শিলিগুড়ি রাঁচি বাস পরিষেবা ফের চালু হচ্ছে।৫৫ সিটের তিনটি বাস চালানো হবে।নতুন বছরে সপ্তাহে তিনদিন ২৭ সিটের কোচবিহার-দার্জিলিং বাস পরিষেবা চালু হবে।
দূরপাল্লার বাস পরিষেবা নিয়ে যাত্রীদের বহু অভিযোগ রয়েছে সেই কথা মাথায় রেখে নতুন বাস নামানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।এছাড়াও কোচবিহার বইমেলা , আলিপুরদুয়ার ডুয়ার্স উৎসব ও ফালাকাটা বইমেলা উপলক্ষে অতিরিক্ত বাস চালানোর পরিকল্পনা নিয়েছে পরিবহন সংস্থা।