শিলিগুড়ি, ১ সেপ্টেম্বরঃ উত্তরবঙ্গের চা শ্রমিকদের স্বার্থে চালু হল চোখের আলো প্রকল্প।শুক্রবার দাগাপুরে এই প্রকল্পের সূচনা করলেন রাজ্যের শ্রম ও আইন মন্ত্রী মলয় ঘটক।
জানা গিয়েছে, আগামী ৩১শে ডিসেম্বর পর্যন্ত এই প্রকল্প চলবে।এই প্রকল্পের মধ্য দিয়ে শ্রমিকরা চোখ পরীক্ষা,বিনামূল্যে ওষুধ, চশমা ও চোখের অপারেশন করার সুযোগ পাবেন।
এদিন মলয় ঘটক বলেন, উত্তরবঙ্গের চা শ্রমিকদের নিয়ে একাধিক ভাবনা রয়েছে রাজ্যের বর্তমান সরকারের।ইতিমধ্যে মজুরি বৃদ্ধি সহ রেশন ব্যবস্থা ঢেলে সাজানো হয়েছে।শ্রমিকদের শিশুদের স্বার্থে ক্রেস তৈরি করা হয়েছে।এবারে চোখের আলো প্রকল্পের মধ্য দিয়ে স্বাস্থ্য পরিকাঠামো উন্নত করার প্রয়াস চালানো হচ্ছে বলে জানান তিনি।