শিলিগুড়ি, ১ আগস্টঃ দীর্ঘ অপেক্ষার অবসান, রবিবার থেকে চালু হল ভারত বাংলাদেশ পণ্যবাহী ট্রেন চলাচল।
দীর্ঘদিন ধরেই দুদেশের সম্পর্ক ভালো রাখতে যাত্রীবাহী ট্রেন সহ নানান উদ্যোগ গ্রহন করতে দেখা গেছে দুই দেশকে।এবারে চালু হল পণ্যবাহী ট্রেন।এদিন এনজেপি স্টেশন থেকে ৫৯ টি পাথর বোঝাই বগি নিয়ে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেয় ১২৫২৯ নম্বরের পণ্যবাহী ট্রেন।সকাল ৯.১০ মিনিট নাগাদ এনজেপি স্টেশন থেকে ছাড়ে ট্রেনটি।
রেলওয়ে সূত্রে জানা গিয়েছে, এখন থেকে প্রতিদিনই মাল বোঝাই ট্রেন বাংলাদেশে যাবে।