জলপাইগুড়ি, ৮ ফেব্রুয়ারিঃ দীর্ঘ প্রায় ১ বছর পর আজ থেকে চালু হল নিউ জলপাইগুড়ি হলদিবাড়ি লোকাল ট্রেন।তবে ভাড়া দ্বিগুণ হওয়ার ক্ষোভ যাত্রীদের মধ্যে।
জানা গিয়েছে, রিজার্ভেশন এর কাউন্টারে ফর্ম ফিলাপ করে দ্বিগুণ দামে ট্রেনের টিকিট কাটতে হচ্ছে যাত্রীদের।আর এতেই ক্ষোভ উগরে দেন যাত্রীরা।এই নিয়ম পরিবর্তনের দাবিতে এদিন জলপাইগুড়ি টাউন স্টেশনের প্রধান গেটের সামনে দীর্ঘক্ষন বিক্ষোভ দেখান লোকাল যাত্রীরা।
যাত্রীরা বলেন, আগে যে টিকিট এর দাম ছিল ১০ টাকা।এখন বেড়ে হয়েছে ২৫ টাকা।তার মধ্যে রিজার্ভেশন এর কাউন্টারে ফর্ম ফিলাপ করে টিকিট কাটতে হচ্ছে।ফলে চরম অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে আমাদের।