রাজগঞ্জ, ৭ আগস্টঃ প্রতিদিনই গজলডোবায় ঘুরতে যান বহু পর্যটক।সেখানে সুলভ শৌচালয় না থাকায় এতদিন সমস্যায় পড়তে হতো। পর্যটকদের কথা ভেবে এবারে গজলডোবায় চালু হল সুলভ শৌচালয়।
রবিবার বিকেলে সুলভ শৌচালয়ের উদ্বোধন করেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়।জলপাইগুড়ি জেলা পরিষদের উদ্যোগে প্রায় চার লক্ষ টাকা ব্যয়ে এই সুলভ শৌচালয় তৈরি করা হয়েছে।
এই বিষয়ে রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় বলেন, আজ গজলডোবায় পর্যটকদের সুবিধার্থে একটি সুলভ শৌচালয়ের উদ্বোধন করা হল।গজলডোবার ভোরের আলোতে প্রতিদিন বহু পর্যাটক ঘুরতে আসে তাদের কথা ভেবেই শৌচালয় তৈরি করা হয়েছে।