দীর্ঘ ৫৫ বছর পর চালু হল ভারতের হলদিবাড়ি ও বাংলাদেশের চিলাহাটি রেল পরিষেবা

শিলিগুড়ি,১৭ ডিসেম্বরঃ দীর্ঘ ৫৫ বছর পর ফের চালু হল ভারতের হলদিবাড়ি ও বাংলাদেশের নীলফামারির চিলাহাটির মধ্যে রেল পরিষেবা।বৃহস্পতিবার চিলাহাটি-হলদিবাড়ি রেলপথের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এদিন ভার্চুয়াল মাধ্যমে উদ্বোধন করা হয় এই রেলপথের।


প্রসঙ্গত, অবিভক্ত ভারতে রেলপথ ছিল চিলাহাটি-হলদিবাড়ী যোগাযোগের অন্যতম মাধ্যম।কিন্তু ১৯৬৫ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের সময় ওই রেলপথ বন্ধ করা হয়েছিল। ফলে বাংলাদেশের নীলফামারি ও সংলগ্ন জেলার ব্যবসা-বাণিজ্য মুখ থুবড়ে পড়ে।বহুদিন ধরেই এই রেলপথ চালু করার দাবি ছিল।জানা গিয়েছে, আজ ৩২টি খালি ওয়াগন নিয়ে বাংলাদেশের একটি ইঞ্জিন আসে হলদিবাড়ি।তারপর সেই ওয়াগনগুলি হলদিবাড়িতে রেখে ইঞ্জিন ফিরে যাবে বাংলাদেশের চিলাহাটিতে। 

সিদ্ধান্ত হয়েছে, আপাতত এই পথে মালবাহী ট্রেন চলাচল করবে। কিন্তু ২০২১ সালের মার্চ থেকে এই পথে ঢাকা থেকে শিলিগুড়ি পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হতে পারে। 


অন্যদিকে জানা গিয়েছে, ২০২১ সালের ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্ণ হবে।সেই উপলক্ষে বাংলাদেশে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।এছাড়াও এদিন রেলপথ উদ্বোধনের পাশাপাশি বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের নামে স্মারক স্ট্যাম্প প্রকাশ করেন দুই দেশের প্রধানমন্ত্রী।একইসঙ্গে দেশের স্বাধীনতায় মহাত্মা গান্ধীর অবদানের জন্য একটি ডিজিটাল প্রদর্শনীর আয়োজন করা হয়। নরেন্দ্র মোদি বলেন, মুজিবর রহমান এবং মহাত্মা গান্ধীর অবদান দেশের যুবকদের অনুপ্রেরণা জোগাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *