শিলিগুড়ি, ১৭ জুনঃ আজ থেকে বন্ধ হল শিলিগুড়ির চম্পাসারি বাজার।প্রশাসনিক নির্দেশ অনুযায়ী আগামী ১০ দিন বন্ধ থাকবে এই বাজার।
বুধবার সকাল থেকেই চম্পাসারির নিবেদিতা রোডের সবজি বাজারের সমস্ত সবজির দোকান সহ অন্যান্য দোকান বন্ধ রয়েছে।এদিকে সকাল থেকেই এলাকায় পুলিশ প্রশাসনের নজরদারি চলছে।
এই বিষয়ে স্থানীয়রা জানান, বাজার বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।যেভাবে এলাকায় সংক্রমণ বাড়ছে প্রশাসনের এই সিদ্ধান্ত একদিকে যেমন ঠিক, তেমনি স্থানীয় বাসিন্দাদের কিছুটা হলেও সমস্যার মধ্যে পড়তে হবে।যদিও প্রশাসনের এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন স্থানীয়রা।
প্রসঙ্গত, শিলিগুড়ির ৪৬ নম্বর ওয়ার্ডে বেশকিছু করোনা রোগীর সন্ধান মিলেছে।যে কারণে সংক্রমণ ঠেকাতে ৪৬ নম্বর ওয়ার্ডের বেশকিছু এলাকায় গতকাল বিকেলে ব্যারিকেড লাগানো হয়েছে এবং বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।