রাতভর প্রবল বৃষ্টি, জলের তলায় চম্পাসারি অঞ্চল এলাকা

শিলিগুড়ি, ১ সেপ্টেম্বরঃ রাতভর প্রবল বৃষ্টি। জলমগ্ন শিলিগুড়ির ৪৬ নম্বর ওয়ার্ডের চম্পাসারি অঞ্চল এলাকা। বহু বাড়িতেই ঢুকে গিয়েছে জল। যার জেরে সমস্যায় বেশকিছু পরিবার।


প্রতিবছর সামান্য বৃষ্টি হলেই এই এলাকা জলমগ্ন হয়ে পড়ে। এলাকাবাসীদের অভিযোগ,বিষয়টি প্রাক্তন কাউন্সিলর মুকুল সেনগুপ্তকে জানালেও কোনও লাভ হয়নি। বর্ষার সময় জলমগ্ন অবস্থাতেই কাটাতে হয় দিন। সোমবার রাত থেকেই এলাকায় বাড়িগুলিতে আশপাশের জমি ও এলাকা থেকে জল ঢুকতে শুরু করে। রান্নাঘর থেকে শুরু করে শোয়ার ঘর,সর্বত্র জল থইথই অবস্থা। কোথাও কোমর অবধিও জল জমে যায়। যদিও এই অবস্থায় এলাকাবাসীর খোঁজ নিতে কোনও জনপ্রতিনিধি আসেননি। ঘরে ঘরে জল ঢুকে যাওয়ায় বহু বাড়িতে রান্না বন্ধ। ড্রেনগুলি ঠিকমতো পরিষ্কার হয়না বলে অভিযোগ করেন স্থানীয় বাসিন্দারা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *