শিলিগুড়ি,১৫ জুনঃ আগামী বুধবার থেকে ১০ দিনের জন্য বন্ধ করে দেওয়া হচ্ছে শিলিগুড়ির চম্পাসারি বাজার।আজ শিলিগুড়ির স্টেট গেস্ট হাউসে আলোচনায় বসেন মহকুমাশাসক সুমন্ত সহায়,পুরনিগমের কমিশনার সোনম ওয়াংদি ভুটিয়া সহ শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের উচ্চ আধিকারিকেরা ও চম্পাসারি ব্যবসায়ী সমিতির সদস্যরা।বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় আগামী বুধবার থেকে ১০ দিনের জন্য বন্ধ করা হবে এই বাজার।
প্রসঙ্গত, ৪৬ নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ছে এই বাজার।গত কয়েকদিনে এই ওয়ার্ডে করোনায় সংক্রমিতের সংখ্যা বেড়েই চলেছে।গতকালও ৪৬ নম্বর ওয়ার্ডে করোনায় সংক্রমিত হন ৭ জন।সংক্রমণ ঠেকাতে ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে রেগুলেটেড মার্কেট।তার পাশাপাশি বুধবার থেকে চম্পাসারি বাজারও বন্ধ করে দেওয়া হচ্ছে।
এদিন সাংবাদিক বৈঠকে পুরনিগমের কমিশনার ও মহকুমাশাসক জানান, বুধবার থেকে ১০ দিনের জন্য চম্পাসারি বাজার বন্ধ করা হচ্ছে।আপাতত চম্পাসারি বাজার থেকে শুরু করে শ্রীগুরু বিদ্যামন্দির পর্যন্ত যেসমস্ত বাজার রয়েছে তা বন্ধ করা হছে।পুরো ৪৬ নম্বর ওয়ার্ডে মাইকিং করা হবে সচেতনতার জন্য এবং সকলকে আবেদন করা হবে যাতে বিশেষ প্রয়োজন ছাড়া কেউ বাড়ির বাইরে বের না হন।