শিলিগুড়ি, ২৫ ডিসেম্বরঃ শিলিগুড়ির চম্পাসারি মোড়ে একটি বন্ধ গোডাউনে শুক্রবার রাতে অগ্নিকান্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়।অগ্নিকান্ডের ঘটনায় ভস্মীভূত হয় গোডাউনে থাকা সমস্ত জিনিসপত্র।
জানা গিয়েছে, এদিন অগ্নিকান্ডের ঘটনা নজরে আসে স্থানীয় এক ব্যবসায়ীর।এরপরই আশেপাশের মানুষকে খবর দেন তিনি।অন্যদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় পুলিশ এবং দমকল বিভাগের কর্মীরা।বেশ কয়েকঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা ।
এই বিষয়ে গোডাউনের মালিক বলেন, দোকানের আগুন লাগার খবর স্থানীয়দের থেকে পাই।শর্ট সার্কিটের জেরেই এই ঘটনা ঘটেছে।ঘটনায় গোডাউনে থাকা সমস্ত জিনিস পুড়ে গিয়েছে।
অন্যদিকে স্থানীয় দোকানদার জানান, অগ্নিকান্ডের ঘটনা নজরে আসতেই নিজের দোকানের জলের পাইপ দিয়ে আগুন নেভানোর কাজ শুরু করি।এরপর দমকল বাহিনী পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।