শিলিগুড়ি, ২৫ এপ্রিলঃ চোখের সামনে ছিল দামী টিভি ও জিনিস। কিন্তু সেসব ছেড়ে শেষে চোর কিনা পালালো ক্লাবে রাখা চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে। চোরের এমন কীর্তিতে রীতিমতো অবাক ক্লাবের কর্মকর্তারা।
শিলিগুড়ির ৬ নম্বর ওয়ার্ডে স্বস্তিকা যুবক সংঘে চুরির ঘটনাটি ঘটে। বুধবার দুপুরে ক্লাব খুলতে এসে সদস্যরা দেখেন ক্লাবের দরজার তালা ভাঙা। এরপরই ভেতরে গিয়ে দেখেন যে বেশকিছু ট্রফি নেই। কিছুদিন আগে শিলিগুড়ি সুপার ডিভিশন ক্রিকেট লিগে চ্যাম্পিয়ন হয়েছিল স্বস্তিকা যুবক সংঘ। সেই ঐতিহ্যবাহী পিতলের ট্রফিটি ক্লাব ঘরে রাখা ছিল। সেই ট্রফি সহ আরও বেশকিছু ট্রফি চুরি হয়েছে।
ক্লাব কর্তাদের প্রাথমিক অনুমান রাতের অন্ধকারে দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে। এরপর তড়িঘড়ি খবর দেওয়া হয় খালপাড়া ফাঁড়ির পুলিশকে। ঘটনাস্থলে পুলিশ পৌছে সমস্ত বিষয় খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে।
