আলিপুরদুয়ার, ১ নভেম্বরঃ ফিল্মি কায়দায় চন্দন কাঠ পাচারের চেষ্টা।হাতেনাতে ধরা পড়ল এক ব্যক্তি। আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম থানার অন্তর্গত কামাখ্যাগুড়ি ফাঁড়ির পুলিশ ব্যক্তিকে গ্রেফতার করে।
জানা গিয়েছে, ফিল্মি কায়দায় মারুতি ভ্যানে করে সাদা চন্দন কাঠ পাচার করছিল ওই পাচারকারী।গোপন সূত্রে এই খবর পেয়ে এএসআই প্রিয় রঞ্জন দে এর নেতৃত্বে পুলিশের টিম মঙ্গলবার দুপুর ১টা নাগাদ পিছু ধাওয়া করে কামাখ্যাগুড়ি দেবেনবাবু চৌপতি এলাকায় একটি মারুতি গাড়ি আটক করে।সেই গাড়ি থেকে উদ্ধার হয় সাদা চন্দন কাঠ।ঘটনায় গ্রেফতার করা হয় ব্যক্তিকে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম কাজল সরকার।কুমারগ্রাম ব্লকের পাকড়িগুড়ি এলাকার বাসিন্দা। কাঠগুলি অসম থেকে এই রাজ্য হয়ে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।মোট সাড়ে ১০ সিএফটি সাদা চন্দন কাঠ বাজেয়াপ্ত করা হয়।যার বাজার মূল্য সাড়ে ১০ লক্ষ টাকা।
গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।