চাঁদের মাটি ছুঁলো ভারত!ঐতিহাসিক মুহুর্তের সাক্ষী গোটা দেশ  

নিউজ ডেস্কঃ দীর্ঘ প্রতিক্ষার অবসান।ইতিহাস গড়লো ভারত।চাঁদের মাটি ছুঁলো ভারতের চন্দ্রযান-৩।আর এই ঐতিহাসিক মুহুর্তের সাক্ষী রইলো গোটা দেশ।


পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী বুধবার সন্ধ্যে ৬টা ৪ মিনিট নাগাদ চাঁদের মাটি স্পর্শ করে ল্যান্ডার বিক্রম।চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণে বিশ্বের প্রথম দেশ হিসেবে ইতিহাসের পাতায় নাম উঠলো ভারতের।

চন্দ্রযান-৩ সফলের কামনায় কয়েকদিন ধরে অপেক্ষা করছিল গোটা দেশ। ভারতীয় সময় অনুযায়ী, বিকেল ৫টা বেজে ৪৫ মিনিটে শুরু হয় অধোগমনের প্রক্রিয়া।নির্ধারিত সময় অনুযায়ী সন্ধে ৬টা বেজে ৪ মিনিটে অবশেষে চাঁদের মাটিতে পদার্পণ করে ল্যান্ডার ‘বিক্রম’।এরপরই আবেগে ভাসেন ইসরোর বিজ্ঞানীরা।বর্তমানে প্রায় উৎসবের মেজাজে গোটা দেশ।বিভিন্ন জায়গায় উদযাপনে মেতে উঠেছেন সাধারণ মানুষ।


এদিন দক্ষিণ আফ্রিকা থেকে চন্দ্রাভিযান অবতরণ দেখেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।চন্দ্রযান-৩ এর সফল অবতরণের পর অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী।

প্রসঙ্গত, ১৪ জুলাই শুক্রবার শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে দুপুর ২টো ৩৫ মিনিটে চন্দ্রযান ৩-এর সফল উৎক্ষেপণ হয়। এটা ভারতের তৃতীয় চন্দ্রাভিযান। ১৭ অগাস্ট চন্দ্রযান-৩ এর প্রোপালশন মডিউল থেকে আলাদা হয় ল্যান্ডার ‘বিক্রম’।২৩শে আগষ্ট সফলভাবে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করল বিক্রম।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

casibomdeneme bonusuMARSJOJO