জলপাইগুড়ি, ২০ জুনঃ জলপাইগুড়ি সদর হাসপাতালের চাঙ্গড় ভেঙ্গে আহত হলেন এক মহিলা।এই ঘটনায় আতঙ্কিত রোগীর আত্মীয়রা।
জানা গিয়েছে, জলপাইগুড়ি শিল্পপোসুমতি পাড়ার বাসিন্দা সঙ্গিতা বিশ্বাস গত ১৮ জুন তার সন্তানকে শারীরিক অসুস্থতার কারনে সদর হাসপাতালের শিশুবিভাগে ভর্তি করান। শনিবার সকালে শিশু বিভাগের বারান্দার ছাদের একটা বড় অংশ ভেঙ্গে পড়ে তার ওপর।এরফলে আহত হন তিনি।অল্পের জন্য প্রানে বাঁচেন ওই মহিলা।
এই বিষয়ে সঙ্গীতা বিশ্বাসের স্বামী সমীর কুমার বিশ্বাস অভিযোগ করে বলেন, জেলা স্বাস্থ্য দপ্তরের উন্নয়ন হচ্ছে কিন্তু শিশু বিভাগের মতো গুরুত্বপূর্ণ বিভাগের পরিকাঠামোর এই হাল। অল্পের জন্য প্রানে বাঁচেন তার স্ত্রী।জলপাইগুড়ি জেলার স্বাস্থ্য ব্যবস্থার বিরুদ্ধে অভিযোগ করবেন বলে জানিয়েছেন তিনি।
অন্যদিকে, এই বিষয়ে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক রমেন্দ্রনাথ প্রামানিক কিছুই জানেন না বলে জানিয়েছেন। বিষয়টি খোজ নিয়ে দেখা হবে বলে জানান তিনি।