কোচবিহার, ১৩ সেপ্টেম্বরঃ কোচবিহার জেলার মেখলিগঞ্জ ব্লকের চ্যাংরাবান্ধা সীমান্ত পরিদর্শন করলেন বিএসএফ এর এডিজি রাজবিন্দর সিং ভট্টি।
জানা গিয়েছে, ভারত-বাংলাদেশ সীমান্তের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতেই মঙ্গলবার মেখলিগঞ্জ সীমান্ত পরিদর্শনে আসেন তিনি।এদিন চ্যাংরাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট,ভোটবাড়ি সীমান্তের বেশকয়েকটি এলাকা পরিদর্শন করেন এডিজি।সীমান্তে টহলরত বিএসএফ জওয়ানদের সঙ্গে কথা বলেন তিনি।সীমান্তের নিরাপত্তা ব্যবস্থা দেখে সন্তোষ প্রকাশ করেন।
এডিজি রাজবিন্দর সিং ভট্টির সঙ্গে পরিদর্শনে ছিলেন বিএসএফ এর উত্তরবঙ্গের আইজি অজয় সিং,জলপাইগুড়ি সেক্টরের ডিআইজি ব্রিগেডিয়ার বিজয় মেহতা সহ অন্যান্য আধিকারিকেরা।এডিজির সীমান্ত পরিদর্শন উপলক্ষে মেখলিগঞ্জ ব্লকের ভারত – বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় বিএসএফের বাড়তি নজরদারি ছিল।বিএসএফের উচ্চপদস্থ কর্তার এই সীমান্ত পরিদর্শন যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।