রাজগঞ্জ, ১৩ ডিসেম্বরঃ চার চাকার যাত্রীবাহী গাড়ি ও বাইকের মুখোমুখি সংঘর্ষ।আহত হলেন একজন।বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটে রাজগঞ্জের বেলাকোবা-গেটবাজার রাজ্য সড়কের প্রধানপাড়া এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত নটা নাগাদ প্রধানপাড়া এলাকায় বেলাকোবাগামী একটি চারচাকার ছোট যাত্রীবাহী গাড়ির সঙ্গে গেটবাজারগামী একটি বাইকের সংঘর্ষ ঘটে।সংঘর্ষের জেরে গুরুতর আহত হন বাইক চালক।স্থানীয়দের সহযোগিতায় আহতকে উদ্ধার করে স্থানীয় গ্রামীন হাসপাতালে পাঠানো হয়।
এদিকে ঘটনার পর যাত্রীবাহী গাড়িটি পালিয়ে যাওয়ার সময় বাইকটিকে কয়েক কিলোমিটার হিচড়ে নিয়ে যায়।পরবর্তীতে স্থানীয়রা গাড়িটিকে আটক করে।ক্ষীপ্ত জনতা গাড়িটির উপর ভাঙচুর চালায়।সুযোগ বুঝেই পালিয়ে যায় গাড়ির চালক।
খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌছায় বেলাকোবা ফাঁড়ির পুলিশ।গাড়িটিকে উদ্ধার করে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।