শিলিগুড়ি, ৬ ফেব্রুয়ারিঃ সোমবার দুপুরে শিলিগুড়ি সংলগ্ন ভবেশ মোড়ে পেট্রোল পাম্পের সামনে পথ দুর্ঘটনায় গুরুতর আহত বাইক চালক ।
জানা গিয়েছে, এদিন পেট্রোল পাম্পের সামনে সিগন্যালে দাঁড়ায় একটি চার চাকার গাড়ি।সেইসময় একটি বাইক দ্রুতগতিতে এসে চার চাকা গাড়ির পেছনে ধাক্কা মারে।ঘটনায় গুরুতর আহত হন বাইক চালক।ক্ষতিগ্রস্থ হয় চারচাকা গাড়িটি।
তড়িঘড়ি আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় এনজেপি থানার পুলিশ।দুর্ঘটনাগ্রস্থ চার চাকা গাড়ি ও বাইকটিকে উদ্ধার করে গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।